৯ মার্চ, ২০২১ ০৮:৩০

অর্থ আটকে রেখে দস্যুতা করছে দক্ষিণ কোরিয়া: ইরান

অনলাইন ডেস্ক

অর্থ আটকে রেখে দস্যুতা করছে দক্ষিণ কোরিয়া: ইরান

জালিল রাহিমি জাহানাবাদি

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের সদস্য জালিল রাহিমি জাহানাবাদি বলেছেন, মার্কিন চাপের কথা বলে দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ আটকে রেখেছে, এটা আন্তর্জাতিক দস্যুতা। তিনি দ্রুত ইরানের অর্থ ছাড়ের দাবি জানান।

জাহানাবাদি বলেন, দক্ষিণ কোরিয়া ইরানের সঙ্গে সম্পর্ককে আমেরিকার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল করে ফেলেছে, এটা দক্ষিণ কোরিয়ার জন্য মঙ্গলজনক হবে না। তারা অযৌক্তিক ও বিবেক বর্জিত কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের কাজের কারণে দক্ষিণ কোরিয়া ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইরান পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ।

দক্ষিণ কোরিয়ায় ইরানের ৭০০ কোটি ডলারের বেশি অর্থ আটকা পড়ে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার অজুহাতে সিউল এ পর্যন্ত পাওনা পরিশোধ করেনি।

সম্প্রতি ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থ পরিশোধের বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জানিয়েছেন।  

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর