তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেছেন, তার দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কোন্নয়নে প্রস্তুত। অথচ এই দুদেশকে আরব বিশ্বে তুরস্কের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বলে বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, সম্প্রতি আবুধাবিকে আমরা আরও ইতিবাচক বার্তা দিয়েছি। তাদের সঙ্গে কোনোভাবেই আমাদের কোনো সমস্যা নেই। তাদের প্রতি আরও উদার মনোভাব দেখাতে চাচ্ছি আমরা।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। ২০১৮ সালের অক্টোবরে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর সৌদির আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের চরম অবনতি ঘটে। শুক্রবার কাভুসগলু বলেন, এই হত্যাকাণ্ডকে দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখছে না তুরস্ক। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করার কোনো কারণ আমি দেখছি না।
খাসোগি হত্যাকাণ্ডে ২৬ সৌদি সন্দেহভাজনকে বিচারের আওতায় আনার চেষ্টা করছে তুরস্কের একটি আদালত।
বিডি প্রতিদিন/আবু জাফর