ভারতে স্বর্ণের বাজারে দরপতন অব্যাহত রয়েছে। আজ রবিবারও কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪৫৫০ রুপি এবং ১ গ্রামের দাম ৪৪৫৫ রুপি। আর ২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৭২২০ রুপি এবং ১ গ্রামের ৪৭২২ রুপি।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট স্বর্ণের ১০ গ্রামের দাম ৪৪৩৯০ রুপি এবং ১ গ্রামের দাম ৪৪৩৯ রুপি। তবে ভারতের মধ্যে সবথেকে দাম কম দেখা গেছে কেরালা, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরসহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪২২৪০ রুপি এবং ১ গ্রামের দাম ৪২২৪ রুপি।
বিডি-প্রতিদিন/শফিক