ইরানের সঙ্গে তার সংস্থার তিন মাসের যে অন্তর্বর্তী চুক্তি হয়েছে তার সুযোগকে কাজে লাগিয়ে পরমাণু সমঝোতা রক্ষা করার চেষ্টা চালানো উচিত বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি।
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোকে এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি স্পেনের এলপাইস ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ন্যূনতম পরিদর্শন কাজ চালিয়ে যাওয়ার জন্য একটি সাময়িক উপায় হিসেবে দেশটির সঙ্গে তিনমাসের চুক্তি হয়েছে।
সম্প্রতি গ্রোসির তেহরান সফরের সময় আইএইএ’র সঙ্গে ইরানের স্বাক্ষরিত তিনমাসের চুক্তিতে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ওই সংস্থার স্থাপিত ক্যামেরাগুলোতে ধারণ করা ছবি ও ভিডিও আইএইএ’র কাছে হস্তান্তর করা হবে না। তবে তেহরান তিন মাসের জন্য এসব ভিডিও ডিলিট না করতে সম্মত হয়েছে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক