অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমন চালু করার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন। এছাড়াও দ্বি-পথ বিশিষ্ট করিডোর ট্রান্স-টসমান ট্রাভেল আগামী ১৮ এপ্রিল থেকে চালু করার অনুমোদন দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু করা হবে বলে আমি নিশ্চিত করছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে এ যাত্রা শুরু হবে।’
করোনা মহামারির সময় নিউজিল্যান্ডে ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই ঘোষণার ছয় মাস পর বলা হয়েছিল, নিউজিল্যান্ডের নাগরিকেরা অস্ট্রেলিয়ার নির্দিষ্ট কিছু রাজ্যে কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা শূন্য। এ পর্যন্ত দেশটিতে ২ হাজার ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ২৬ জন।
সূত্র: বাসস
বিডি প্রতিদিন / অন্তরা কবির