১২ এপ্রিল, ২০২১ ০৫:৫০

বোয়িংকে চুক্তি অনুযায়ী বিমান সরবরাহের আহ্বান জানাল ইরান

অনলাইন ডেস্ক

বোয়িংকে চুক্তি অনুযায়ী বিমান সরবরাহের আহ্বান জানাল ইরান

ইরানের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ‘ইরান এয়ার’-এর ব্যবস্থাপনা পরিচালক আলীরেজা বারখোর বলেছেন, মার্কিন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংকে চুক্তি অনুযায়ী বিমান ও যন্ত্রাংশ সরবরাহ করার জন্য চিঠি দিয়েছে তার সংস্থা।

তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ২০২০ সালের শেষ নাগাদ বোয়িংকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, তারা প্রতিশ্রুতি ও মানবাধিকার রক্ষা করার যে দাবি করে তা বাস্তবায়ন করে যেন ইরানকে প্রতিশ্রুত বিমান সরবরাহ করা শুরু করে।

২০১৫ সালে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরান বোয়িং-এর কাছ থেকে ৮০টি বিমান কেনার চুক্তি করে। কিন্তু ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের করে নিলে ওই চুক্তি স্থগিত করে দেয় বোয়িং। ফলে কার্যত চুক্তি অনুযায়ী একটি বিমানও পায়নি ইরান।

এদিকে, ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী মোহাম্মাদ ইসলামি বলেছেন, বোয়িং চুক্তি অনুযায়ী ইরানকে বিমান সরবরাহ করতে বাধ্য। তা না হলে ওই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে তেহরান।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর