১৪ এপ্রিল, ২০২১ ১৬:৪৭

উত্তেজনা চরমে! ইউক্রেন সীমান্তে ৮০ হাজার রুশ সেনা মোতায়েন

অনলাইন ডেস্ক

উত্তেজনা চরমে! ইউক্রেন সীমান্তে ৮০ হাজার রুশ সেনা মোতায়েন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। এরমধ্যেই ইউক্রেন সীমান্তে ৮০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। এই ঘটনার পর থেকে দেশ দু'টির মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বরাতে জানা যায়, সেনা মোতায়নের পাশাপাশি ভারী অস্ত্র এবং ট্যাঙ্কও জড়ো করেছে মস্কো। রাশিয়ার আবারো ইউক্রেনে অভিযান চালাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ন্যাটো।

সংস্থাটির মহাসচিব জেনস স্টোলটেনবার্গ সতর্ক করে বলেছেন, মস্কো যদি কিয়েভে সামরিক অভিযানের কথা চিন্তা করে তাহলে তা হবে বড় ধরনের ভুল। ২০১৪ সালে ইউক্রেনে অভিযান চালিয়ে দেশটির বড় একটি অংশ দখল করে নিয়েছিল রাশিয়া।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর