১৪ এপ্রিল, ২০২১ ২০:২৯

সুচির বিরুদ্ধে ৬ মামলা

অনলাইন ডেস্ক

সুচির বিরুদ্ধে ৬ মামলা

ফাইল ছবি

মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচিকে আদালতে একের পর এক মামলা দিয়ে জর্জরিত করছে সেনাসরকার। জানা গেছে, শান্তিতে নোবেল জয়ী এই নেতার বিরুদ্ধে এখন পর্যন্ত ছয়টি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচটি নেপিদুতে এবং একটি ইয়াঙ্গুনে।

তার আইনজীবী মিন মিন সোয়ে রাজধানী নেপিদুতে মামলার শুনানির পর বলেছেন, সুচি যাতে আর কখনোই নির্বাচনে প্রার্থী হতে না পারেন সেজন্যই তার বিরুদ্ধে একের পর এক ফৌজাদারি মামলা দায়ের করা হচ্ছে। এ সব মামলা আদালতে চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোররাত থেকে কোনও গোপন জায়গায় আটক করে রাখা হয়েছে নোবেলজয়ী নেত্রীকে। মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া শত শত মানুষকে আটক করে রাখা হয়েছে।

সূত্র : স্থানীয় সংবাদমাধ্যম মিজিমা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর