শিরোনাম
১৬ এপ্রিল, ২০২১ ২০:২৪

পাকিস্তানে আরও বেশি সামরিক হামলা চালাতে পারে মোদি সরকার

অনলাইন ডেস্ক

পাকিস্তানে আরও বেশি সামরিক হামলা চালাতে পারে মোদি সরকার

চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসে দেওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ‘অনুমানভিত্তিক বা সত্যিকারের উস্কানির’ ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার পাকিস্তানের বিরুদ্ধে অতীতের চেয়ে অনেক বেশি সামরিক হামলা চালাতে পারে। খবর ডনের।

গণমাধ্যমটিতে বলা হয়েছে, হুমকি মূল্যায়েণের বার্ষিক প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দপ্তর। মঙ্গলবার প্রতিবেদনটি কংগ্রেসে পাঠানো হয়। 

ওই গোয়েন্দা প্রতিবেদনে আরও দাবি করা হয়, ২০২১ সালের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘একটি সাধারণ যুদ্ধ’ হওয়ার সম্ভাবনা কম। তবে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান চক্রের মতো সংকট আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। 

উল্লেখ্য, সীমান্ত বিরোধসহ নানা রকম জটিলতায় সম্পর্ক তলানিতে টেকেছে ভারত ও পাকিস্তানের। সর্বশেষ ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে উত্তেজনা বেড়েছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর