১৮ এপ্রিল, ২০২১ ২৩:২৩

আন্তরিকতা দেখাতে আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নিতে হবে: ইরান

অনলাইন ডেস্ক

আন্তরিকতা দেখাতে আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নিতে হবে: ইরান

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার প্রশ্নে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা চলছে তাতে ওয়াশিংটনের আন্তরিকতা প্রমাণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারে কতগুলো পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে ইরান।

বিষয়টি নিশ্চিত করেছেন ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী রাষ্ট্রদূত কাজেম গরিবাবাদী। তিনি বলেন, ভিয়েনায় এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছ চেহারা সবার সামনে পরিষ্কার হয়েছে। এখন আমেরিকা পরমাণু সমোঝোতায় ফেরার ব্যাপারে কতটা আন্তরিক তা প্রমাণ করার জন্য ইরান-বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে কতগুলো পদক্ষেপ নিতে হবে। 

গরিবাবাদী আরও বলেন, ভিয়েনায় যে আলোচনা চলছে তাতে ইরানের আলোচকরা সর্বোচ্চ নেতার নির্দেশিত পথ ধরেই এগুচ্ছেন। সর্বোচ্চ নেতা সম্প্রতি বলেছেন, ইরানের ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তা যাচাই করে দেখা পরেই কেবল ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু করবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর