মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অপকর্মগুলো তাদের জন্যই উল্টো ফল বয়ে আনবে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। গতকাল সোমবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, তারা যদি তাদের অপরাধযজ্ঞ চালিয়ে যেতে থাকে তবে তারা অতীতের চেয়ে দ্রুতগতিতে নিজেদের ধ্বংস ডেকে আনবে। ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের সবগুলো উপাদান প্রায় প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন।
আইআরজিসি’র কমান্ডার আরও বলেন, ইসরায়েলের যেকোনো শয়তানি কর্মকাণ্ডের সমান অথবা তার চেয়ে শক্তিশালী জবাব দেবে ইরান। ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে যেসব দুষ্কর্ম করছে অদূর ভবিষ্যতে এগুলো তাদের জন্যই প্রকৃত বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক