১১ মে, ২০২১ ১২:৩৯

গাজার ১৩০টি “সামরিক টার্গেটে” হামলার কথা জানাল ইসরায়েল

অনলাইন ডেস্ক

গাজার ১৩০টি “সামরিক টার্গেটে” হামলার কথা জানাল ইসরায়েল

ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ২১ ফিলিস্তিনি

ইসরায়েলের সেনাবাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, তারা গাজার ১৩০টি “সামরিক টার্গেটে” হামলা চালিয়েছে। এতে ১৫ জন নিহত হয়েছে।

এর আগে ফিলিস্তিন জানিয়েছিল, ইসরায়েলের হামলায় ২১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। সেই ২১ জনের মধ্যে ইসরায়েলের দেয়া তথ্যের ১৫ জন আছে কী না তা স্পষ্ট নয়।

গতকাল সোমবার পবিত্র আল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০৫ জন আহত হয়। এরপর ইসরায়েলে রকেট ছুড়ে হামাস। ইসরায়েলের দাবি, হামাসের রকেট হামলায় ৬ ইসরায়েলি আহত হয়েছে।

পরে হামাসের হামলার জবাবে গাজার ১৩০টি “সামরিক টার্গেটে” হামলা চালায় ইসরায়েল। তাতে ১৫ “হামাস ও জিহাদ পরিচালনাকারী” ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস সাংবাদিকদের বলেছেন, আমরা ১৩০টি সামরিক টার্গেটে হামলা চালিয়েছি, যার বেশিরভাগই হামাসের। 


সূত্র : আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর