১২ মে, ২০২১ ২১:১১

ইসরায়েলের বিমান হামলায় হামাসের সিনিয়র কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিমান হামলায় হামাসের সিনিয়র কমান্ডার নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের ৫৩ বছর বয়সী বাসেম ইসা নামে এক কমান্ডার নিহত হয়েছেন। সিনিয়র কমান্ডার নিহত হওয়ার বিষয়টি গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিজেই তা স্বীকার করেছে।

সোমবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাসেম ইসা।

২০১৪ সালে গাজায় ইসরায়েলি হামলার পর বাসেম ইসা হলেন ইসরায়েলের হাতে নিহত সর্বোচ্চ পদের সামরিক ব্যক্তিত্ব।

ইসরায়েলি সেনার মুখপাত্র জনাথন কংরিকাস বলেন, আমরা গাজার সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছি। আমরা তাদের সেনা পরিচালকদের টার্গেট করেছি। 

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসয়েলকে আল আকসায় ও জেরুজালেমের অন্য একটি পয়েন্টে ইসরায়েলের সৈন্যদের সরে দাঁড়ানোর আল্টিমেটাম দিয়েছিল। তারা সরে না যাওয়ায় হামাস রকেট হামলা চালায় এবং এর প্রতিক্রিয়াস্বরূপ ইসরায়েল বাহিনীর বিমান হামলা চালায়। 

সূত্র: রয়টার্স।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর