১৮ মে, ২০২১ ০৮:৩৯

উত্তেজনা চরমে; ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

উত্তেজনা চরমে; ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ফিলিস্তিন লড়াই তীব্র হয়ে উঠেছে। খুব শিগগিরই এটি 'পূর্ণাঙ্গ যুদ্ধে' রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির মাঝেই ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১৭ মে) ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত ৫ মে মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বিক্রয় সম্পর্কে অবহিত হয়েছিল। যা বর্তমানে চলমান সহিংসতা শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগের ঘটনা।

জানা গেছে, বাইডেনের কয়েকজন ডেমোক্র্যাট সহকর্মী তার এই বিক্রয় নিয়ে বিরোধ জানিয়েছেন। তারা অস্ত্র বিক্রির অনুমোদনের সমালোচনা করেছেন।

কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন ডেমোক্র্যাট বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরো হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর