১৬ জুন, ২০২১ ২২:৫২

ফের চীনের হুঁশিয়ারি, ‘তাইওয়ানে হস্তক্ষেপ মোটেই সহ্য করা হবে না’

অনলাইন ডেস্ক

ফের চীনের হুঁশিয়ারি, ‘তাইওয়ানে হস্তক্ষেপ মোটেই সহ্য করা হবে না’

মা জিয়াওকুয়াং

ফের তাইওয়ান ইস্যুতে হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিং বলছে, তাইওয়ানে বিদেশিদের হস্তক্ষেপ একেবারেই সহ্য করা হবে না। তাদের সাথে গোপন সহযোগিতার যেকোন রকমের তৎপরতার বিরুদ্ধে কড়া জবাব দেয়া হবে।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াওকুয়াং এসব কথা বলেন। 

তিনি বলেন, উত্তেজনা সৃষ্টির জন্য তাইওয়ান সরকারকেই দায়ী করা উচিত। বেইজিং বিশ্বাস করে যে, স্ব-শাসিত তাইওয়ান দ্বীপ আনুষ্ঠানিক স্বাধীনতার জন্য বিদেশিদের সঙ্গে কাজ করছে। কিন্তু এই ধরনের স্বাধীনতা পাওয়ার প্রচেষ্টা অথবা বিদেশিদের দায়িত্বজ্ঞানহীন হস্তক্ষেপ- কোনটাই সহ্য করবে না বেইজিং।

এর আগে, গতকাল তাইপে সরকার বলেছিল, চীনা বিমান বাহিনীর ২৮টি বিমান তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছিল।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর