১৮ জুন, ২০২১ ১৬:১৮

এবার পাকিস্তানি বংশোদ্ভূত নারীকে বড় পদ দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক

এবার পাকিস্তানি বংশোদ্ভূত নারীকে বড় পদ দিলেন বাইডেন

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিনি লিনা খান (ফাইল ছবি)

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিনি লিনা খানকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) নেতৃত্ব বসানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গেছে, গত মঙ্গলবার বড় এই পদে শপথগ্রহণ করেন লিনা। এর মধ্য দিয়ে তিনি এফটিসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চেয়ারপার্সন নির্বাচিত হলেন। 
 
জানা গেছে, গত মঙ্গলবার ডেমোক্র্যোট সিনেটর অ্যামি ক্লুবুচার মার্কিন সিনেটে শুনানি শুরুর পর ওয়াশিংটনের অন্যতম শক্তিশালী নিয়ন্ত্রক অবস্থানে লিনা খানকে উন্নীত করার পদক্ষেপটি ঘোষণা করেন। সিনেটে ৬৯-২৮ দ্বিপক্ষীয় ভোটে লিনা খান কমিশনার হিসেবে নিশ্চিত হবার পরপরই এ ঘোষণা দেওয়া হলো।
 
উল্লেখ্য, যুক্তরাজ্যের লন্ডনে এক পাকিস্তানি পরিবারে জন্মগ্রহণ করেন লিনা খান। যখন ১১ বছর বয়স তখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় তার পরিবার। তিনি ইয়েল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। যুক্তরাষ্ট্রে তিনি বিশিষ্ট বিগ টেক সমালোচক হিসেবেও বেশ পরিচিত। সূত্র : খালিজ টাইমস।
 
বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর