১৯ জুন, ২০২১ ০৯:৩০

মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক

মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জাতিসংঘের

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধে এক বিরল আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সাধারণ পরিষদে সামরিক জান্তার নিন্দা সংবলিত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ফেব্রুয়ারি থেকে ক্ষমতা দখল করে আছে সেনাবাহিনী। এর প্রেক্ষিতে এই পদক্ষেপ নিলো জাতিসংঘ।

একই সঙ্গে সংস্থাটি দেশটির নির্বাচিত নেতা অং সান সু চি ও রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার আহ্বানও জানিয়েছে। আইনি বাধ্যতা না থাকলেও রেজ্যুলেশনটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার সাধারণ পরিষদে জানান, দেশটিতে বড় আকারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার বাস্তব ঝুঁকি রয়েছে। তবে তিনি এত দেরিতে এই রেজ্যুলেশনটি পাস হওয়ায় হতাশা ব্যক্ত করেন।

প্রস্তাবটি ১১৯টি দেশ সমর্থন করেছিল, শুধু বেলারুশই এর বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনীর দুই বৃহত্তম অস্ত্র সরবরাহকারী রাশিয়া ও চীনসহ ৩৬টি দেশ ভোট থেকে বিরত ছিল।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর