আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, তালেবানের সাথে পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা (এলইটি) আর জাইশ-ই-মুহাম্মদের (জেএমবি) এই দুই জঙ্গি সংগঠনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সংশ্লিষ্টতা নেই। এছাড়াও তালেবানদের সতর্ক বার্তা আফগানিস্তানের মাটি ‘অন্য কোনো দেশের’ বিরুদ্ধে ব্যবহার করা হবে না।
এছাড়াও চলমান সংঘাতে আফগানিস্তানের বড় অবকাঠামোগত প্রকল্পগুলোর সুরক্ষা প্রসঙ্গে শাহীন বলেন, ‘বাঁধের মতো জাতীয় প্রকল্প’ রক্ষার নীতি মেনে চলছে তালেবান।'
এদিকে, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছিলেন, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ১০ হাজারেও বেশি জঙ্গি তালেবানের সাথে যোগ দিয়ে আফগানিস্তানে যুদ্ধ করছে বলে গোয়েন্দারা ধারণা করছেন।
প্রসঙ্গত, আফগানিস্তানের ১১৬টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার।
বিডি প্রতিদিন / অন্তরা কবির