সারা বিশ্বব্যাপী ঈদুল আজহা পালনকারী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এক শুভেচ্ছা বার্তায় অ্যান্টনি ব্লিনকেন লিখেছেন, যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বব্যাপী ঈদুল আজহা পালনকারী সবাইকে আমার উষ্ণতম শুভেচ্ছা জানাই।
তিনি আরও লিখেছেন, মহামারীর কারণে যারা পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে ছুটি কাটাচ্ছেন তাদের কথা আমরা বিশেষভাবে মনে রেখেছি। ঈদ মোবারক! হজ মাবরুর।
এছাড়াও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা