আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সাবেক প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহকে গৃহবন্দী করা হয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
মার্কিন টিভি চ্যানেল সিএনএন আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তবে গৃহবন্দী করার খবরের বিষয়ে এখন পর্যন্ত কারজাই ও আব্দুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আফগানিস্তানের এই দুই নেতাই সেদেশে একটি অন্তভুক্তিমূলক সরকার গঠনের জন্য তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
হামিদ কারজাই (মাঝখানে বাম), সিনিয়র হাক্কানি গ্রুপের নেতা আনাস হাক্কানি (মধ্য ডানে) এবং আবদুল্লাহ আবদুল্লাহ (দ্বিতীয় ডানে)। তারা গত ১৮ আগস্ট কাবুলে সাক্ষাৎ করেন। ছবি- এপি
সিএনএন জানিয়েছে, কারজাই ও আব্দুল্লাহ এখন কার্যত গৃহবন্দী। গত সোমবারই তালেবান হামিদ কারজাইয়ের নিরাপত্তা টিমের অস্ত্রশস্ত্র এবং গাড়িগুলো জব্দ করে। হামিদ কারজাইকে আব্দুল্লাহ আব্দুল্লাহর বাড়িতে পাঠানো হয়েছে বলেও টিভি চ্যানেলটি দাবি করেছে। এ ছাড়া আব্দুল্লাহ আব্দুল্লাহ'র বাড়িতে তল্লাশি চালানোর পর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সরিয়ে নিয়েছে।
সিএনএনের রিপোর্টে আরও বলা হয়েছে, হামিদ কারজাই এখন বাধ্য হয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহর বাড়িতে অবস্থান করছেন। বাড়িটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবান।
আব্দুল্লাহ আব্দুল্লাহ অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের বিষয়ে এখন আর খুব একটা আশাবাদী নন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান গোষ্ঠী।#
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ