ব্রিটেনের একটি উদ্ধার ফ্লাইটে থাকা একজন আফগান নারী শনিবার ভোরে কেবিন ক্রুদের সহায়তায় একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তুর্কি এয়ারলাইন্সের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
ডনের খবরে বলা হয়েছে, দুবাই থেকে বার্মিংহামে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইট চলাকালীন ২৬ বছর বয়সী সোমেন নূরীর প্রসব ব্যথা শুরু হয়। এরপর কুয়েতি আকাশসীমায় ১০,০০০ মিটার (৩৩,০০০ ফুট) উচ্চতায় বিমানটি উড়ে যাওয়ার সময় তিনি কন্যা সন্তান জন্ম দেন।
বিবৃতিতে বলা হয়েছে, নূরী ও তার বাচ্চা- যার নাম রাখা হয়েছে হাভা, তারা উভয়েই সুস্থ আছে।
তুর্কি এয়ারলাইনস জানিয়েছে, আফগানিস্তানে ব্রিটেনের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের বহনকারী বিমানটি সতর্কতা হিসেবে কুয়েতে অবতরণ করে। পরে আবার গন্তব্যে যাত্রা করে।
এর আগে জার্মানিতে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে উদ্ধারকারী বিমানে সন্তান প্রসব করেছিলেন এক আফগান নারী। গত রবিবার ইউএস এয়ার মবিলিটি কমান্ড থেকে টুইটারে এ তথ্য জানানো হয়েছিল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ