ভারতের গুজরাটের ১৭ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রথমবারের বিজেপি বিধায়ক ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল। সোমবার রাজভবনে ৫৯ বছর বয়সী ভূপ্রেন্দ্রকে শপথ বাক্য পাঠ করান গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত।
সংক্ষিপ্ত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং টোমার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্য, রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি, উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমানি প্রমুখ।
গত শনিবার আচমকাই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিজয় রূপানি। এরপরই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিজেপির অন্দরমহলে শুরু হয় গুঞ্জন। এরই মধ্যে আমেদাবাদের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার বিজয়ী ভূপেন্দ্রকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হয়।
মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণের আগে সোমবার সকালে বিজয় রূপানি, গুজরাটের বিজেপি সভাপতি সি.আর.পাটিল, উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলের সাথে সাক্ষাত করেন ভূপেন্দ্র।
নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথে সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির কাজেরও প্রশংসা করেছেন মোদি।
৫৯ বছর বয়সী ভূপেন্দ্র পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ২০১৭ সালে গুজরাট বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি। বিধায়ক হওয়ার আগে তিনি ছিলেন ‘আমেদাবাদ আরবান ডেভেলপমেন্ট’ দফতরের চেয়ারম্যান। গুজরাটের সাবেক নারী মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই ভূপেন্দ্র।
গুজরাটের প্রভাবশালী পাটিদার সম্প্রদায়ের কাদভা উপজাতির নেতা হলেন ভূপেন্দ্র। পাটিদার সংগঠন ‘সরদার ধাম এবং বিশ্ব উমিয়া ফাউন্ডেশন’ এর ট্রাস্টি পদেও রয়েছেন তিনি। ২০২২ সালের সেরাজ্যে বিধানসভার ভোট। তাই ভূপেন্দ্রর মতো স্বচ্ছ ভাবমূর্তির এক নেতাকেই সামনে রেখেই বিজেপি পাটিদার সম্প্রদায়ের ভোটব্যঙ্ক নিজেদের দখলে আনার চেষ্টায় নেমেছে বলে মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন