১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৩০

বিরোধপূর্ণ সীমানায় তেল উত্তোলনে ইসরায়েলের তোড়জোড়; লেবাননের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

বিরোধপূর্ণ সীমানায় তেল উত্তোলনে ইসরায়েলের তোড়জোড়; লেবাননের প্রতিবাদ

ফাইল ছবি

বিরোধপূর্ণ পানিসীমায় তেল ও গ্যাস উত্তোলন নিয়ে নতুন করে তোড়জোড় শুরু করেছে ইসরায়েল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে লেবানন সরকার। আজ রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে বিরোধপূর্ণ এলাকায় যেকোনো ধরণের খননকাজ থেকে ইসরায়েলকে বিরত রাখতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

লেবানন জানিয়েছে, এ ধরণের যেকোনো পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য হবে। লেবাননের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বৈরুত। এর আগে, শনিবার ইসরায়েল লেবাননের সঙ্গে বিরোধপূর্ণ এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের জন্য মার্কিন কোম্পানি হেলিবার্টনকে দায়িত্ব দিয়েছে।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর