দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় শুক্রবার সময় দুপুর পৌনে ২টার দিকে দেশটিতে আঘাত হানে এ ভূমিকম্প।
এ ব্যাপারে ইউএসজিএস জানিয়েছে, প্রবল শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্র ছিল দ্বীপরাষ্ট্রটি থেকে ১৯৯ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো (বিওএম)। তবে এর প্রভাবে আপাতত সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ