মতের বাইরে মেয়ে বিয়ে করেছে, এ থেকে ক্ষোভের জেরে ৭ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠলো পরিবারের কর্তার বিরুদ্ধে। এমনই জঘন্য ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।
জানা গেছে, নিহতদের মধ্যে অভিযুক্ত ব্যক্তির দুই মেয়ে, এক জামাই ও চার নাতি রয়েছে। বাড়িতে আগুন ধরিয়ে তাদের পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
মূলত নিহত দুই মেয়ের মধ্যে একজন তার বাবার অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির মতের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এ কাণ্ড ঘটান অভিযুক্ত। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক