কঙ্গো প্রজাতন্ত্রের বিখ্যাত ভিরুঙ্গা জাতীয় পার্কে একটি লোল্যান্ড গরিলার জন্ম হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) পার্ক কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন একটি গরিলা জন্ম নেওয়ায় এটির বিপন্ন হওয়া থেকে সুরক্ষা আরও জোরদার হয়েছে। এ নিয়ে পার্কটিতে বিপন্ন প্রজাতির গরিলার সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।
দীর্ঘদিন ধরেই ভিরুঙ্গা জাতীয় পার্কে লোল্যান্ড গরিলাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। পঁচিশ বছর ধরে দেশটিতে চলা সংঘাতের কারণে এই প্রজাতি হুমকিতে পড়েছিল।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর প্রথমবারের মতো লোল্যান্ড গরিলার জন্ম নিয়েছে। বৃহস্পতিবার পার্কের শিয়াবেরিমু এলাকায় টহল দেওয়ার সময় রেঞ্জার্স সদস্যরা নবজাত গরিলাটিকে দেখতে পান।
বিডি প্রতিদিন/হিমেল