যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা ছাড়াও জনসমক্ষে তার নাম প্রকাশ করার রায় দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। মদিনার ফৌজদারি আদালতের এই রায়ের খবর সোমবার প্রকাশ করেছে সৌদি গেজেট।
খবরে বলা হয়েছে, দেশটির মন্ত্রিপরিষদ যৌন হয়রানির জন্য দোষী ব্যক্তিদের পরিচয় প্রকাশ্যে প্রকাশ করার একটি আইন অনুমোদনের পরে যৌন হয়রানির মামলায় একজন অপরাধীর নাম প্রকাশ করার এটিই প্রথম রায়।
সাজাপ্রাপ্ত যুবকের নাম ইয়াসির মুসলিম আল-আরাভি। একজন নারীকে অশ্লীল মন্তব্য করে হয়রানি করার অভিযোগে তাকে ৮ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে।
গত বছরের জানুয়ারিতে দেশটির মন্ত্রিপরিষদ ‘কিংডম’স আন্টি-হ্যারাসমেন্ট ল’ আইনের ৬ অনুচ্ছেদে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করে। যেখানে বলা হয়েছে যে, যৌন হয়রানির মামলার রায়ে দোষী সাব্যস্ত ব্যক্তির খরচে স্থানীয় সংবাদপত্রে তার নামসহ রায়ের সংক্ষিপ্তসার প্রকাশ করা যেতে পারে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ