১৫ জানুয়ারি, ২০২২ ২০:১৮

'লেবাননের অর্থনীতিকে ডোবাচ্ছে আমেরিকা ও সৌদি আরব'

অনলাইন ডেস্ক

'লেবাননের অর্থনীতিকে ডোবাচ্ছে আমেরিকা ও সৌদি আরব'

আলী দামুশ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে লেবাননের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে।

তিনি আরও বলেন, লেবাননের জনগণকে কষ্টে ফেলতে তারা সব ধরণের উপকরণ ব্যবহার করছে। তারা এর মাধ্যমে জনগণের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আনতে চায়।

দামুশ বলেন, লেবাননে অর্থনৈতিক সংকট জিইয়ে রাখতে সৌদি আরব ও আমেরিকা মিলে ডলারের মূল্য নিয়ে নানা কারসাজি করছে, বিদেশি সাহায্য আসার ক্ষেত্রে বাধা দিচ্ছে, দুর্নীতিবাজদের শেল্টার দিচ্ছে, সংকট সমাধানের উপায়গুলো জটিল করে তুলছে এমনকি বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে যাতে দুর্নীতিবাজেরা শাস্তি না পায়।

লেবাননের এই নেতা আরও বলেন, আমেরিকা ও সৌদি আরব এসব অপকর্মে লেবানিজ ফোর্সেস পার্টির নেতা সামির জাজার মতো ব্যক্তিদেরকে ব্যবহার করছে। দেশের সব মানুষ এখন এসব শত্রুকে চেনে বলে তিনি জানান। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর