১৭ জানুয়ারি, ২০২২ ০৫:৪৭

আমিরাতের জাহাজ ছেড়ে দিতে রাজি হয়নি ইয়েমেন

অনলাইন ডেস্ক

আমিরাতের জাহাজ ছেড়ে দিতে রাজি হয়নি ইয়েমেন

আটক সংযুক্ত আরব আমিরাতের জাহাজ

সংযুক্ত আরব আমিরাতের আটক জাহাজ ছেড়ে দেয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে আহ্বান জানিয়েছে তা নাকচ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা। 

চলতি মাসের প্রথম দিকে হুদাইদা বন্দরের কাছ থেকে ১১ ক্রুসহ জাহাজটি আটক করে হুথি যোদ্ধা ও ইয়েমেনি সেনারা।

হুথি যোদ্ধারা বলছে, আমিরাতি জাহাজে সামরিক সরঞ্জামাদি বহন করা হচ্ছিল। তবে আরব আমিরাত দাবি করছে, আটক জাহাজটি প্রকৃতপক্ষে একটি বেসামরিক কার্গো জাহাজ এবং আন্তর্জাতিক পানিসীমা থেকে হুথিরা তা আটক করেছে। 

আমিরাত আরো বলছে, জাহাজটিতে একটি ফিল্ড হাসপাতালের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বহন করা হচ্ছিল।

আমিরাতের এ দাবি নাকচ করে হুথি নেতা হোসেইন আল-আজিজ বলেছেন, জাহাজটি সামরিক সরঞ্জামাদি বহন করছিল। আমিরাতের এ জাহাজ শিশুদের জন্য খেলনা বহন করছিল না বরং উগ্রবাদীদের জন্য অস্ত্র বহন করছিল।"

গত শুক্রবার আটক জাহাজ ও তার ক্রুদের ছেড়ে দেয়ার দাবি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ  বলেছে, এডেন উসাগর ও লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা বহাল রাখতে হবে। এ বক্তব্যের পর হুথি নেতা আল-আজিজ নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী খুনিদের পক্ষ নেয়ার জন্য অভিযুক্ত করেছেন।

সূত্র: আল-জাজিরা

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর