২২ জানুয়ারি, ২০২২ ১৯:২৬

ফোরাত নদীর বাঁধে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ফোরাত নদীর বাঁধে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের ফোরাত নদীর একটি পানির বাঁধে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ইউনিট গোপনে হামলা চালিয়েছিল বলে জানা গেছে। বেসামরিক লক্ষ্যবস্তু হওয়ার পরেও মার্কিন বাহিনী ওই হামলা চালায় বলে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, ২০১৭ সালের ২৬ মার্চ আমেরিকার সামরিক বাহিনীর টাস্কফোর্স- নাইন ইউনিট তাবকা বাধের ওপর হামলা চালায়। মার্কিন বাহিনী বাধটি ধ্বংস করার জন্য বিশাল আকারের কয়েকটি বোমা ব্যবহার করে যার মধ্যে অন্তত একটি বিএলইউ-১০৯ বাঙ্কার ব্লাস্টার বোমা ছিল। খুবই পুরু কংক্রিটের কাঠামো ধ্বংস করার জন্য এই ধরনের ব্যবহার করা হয়।

হামলার পর সিরিয়া, রাশিয়া এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ওই হামলার জন্য আমেরিকারকে দায়ী করে কিন্তু সিরিয়ায় মার্কিন নৌবাহিনীর তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড হামলার কথা অস্বীকার করেন। তিনি বলেন ফোরাত নদীর উপর নির্মিত তাবকা বাধটি মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় নেই।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর