২৪ জানুয়ারি, ২০২২ ১৫:০৭
রয়টার্সের প্রতিবেদন

বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে আটক করল সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে আটক করল সেনাবাহিনী

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরেকে দেশটির বিদ্রোহী সেনারা একটি সামরিক শিবিরে আটক করেছে। আজ দেশটির দু’টি নিরাপত্তা সূত্র এবং পশ্চিমা একজন কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল রবিবার রাতে দেশজুড়ে একাধিক সেনা শিবিরে প্রচণ্ড গোলাগুলি খবর পাওয়া যায়। এছাড়াও রাজধানী ওয়াগাডোগুতে প্রেসিডেন্টের বাসভবনের চারপাশে ব্যাপক গোলাগুলির পর এ ঘটনা ঘটে।

আজ সকালে প্রেসিডেন্টের বাসভবনের কাছে বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা যায়, যেগুলো গুলিবিদ্ধ ছিল। রক্তও দেখা গেছে সেখানে। আশপাশের বাসিন্দারা রাতে ভারী গোলাগুলির খবর জানিয়েছেন।

এর আগে সেনা অভ্যুত্থানের খবর অস্বীকার করে দেশটির সরকার।  

বিক্ষোভকারীরা রবিবার বিদ্রোহীদের সমর্থনে রাস্তায় নেমেছিল। তারা কাবোরের রাজনৈতিক দলের সদর দপ্তরে লণ্ডভণ্ড করে দিয়েছে। সরকার রাত ৮টা থেকে কারফিউ জারি করে এবং দুই দিনের জন্য স্কুল বন্ধ করে দেয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর