২৯ জানুয়ারি, ২০২২ ১৮:২২

হ্যাকারদের কবলে ইসরায়েলের সামরিক প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

হ্যাকারদের কবলে ইসরায়েলের সামরিক প্রতিষ্ঠান

ইসরায়েলে আবারো ‘মুসার লাঠি’ নামে একটি হ্যাকার গোষ্ঠি সাইবার হামলা চালিয়েছে। এবার তারা ইসরায়েলের একটি সামরিক প্রতিষ্ঠান ও অধিকৃত ভূ-খণ্ডের বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।

সাইবার হামলার পর শুক্রবার মুসার লাঠি হ্যাকার গোষ্ঠিটি কয়েকটি ছবি প্রকাশ করেছে। তারা দাবি করেছে, ইসরেয়েলের রাফায়েল অ্যাডভ্যান্সড ডিফেন্স সিস্টেম নামে একটি প্রতিরক্ষা প্রযুক্তিবিষয়ক কোম্পানির ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো হ্যাক করেছে তারা।

মুসার লাঠি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে, “সবে মাত্র শুরু, ভবিষ্যতে আমরা ইসরায়েলি কর্মকর্তাদের অফিস ও ঘরবাড়িকে আপনাদের কাছে পরিচিত করে তুলবো।”

এর আগে গতকাল দিনের প্রথম দিকে গাষ্ঠিটি বলেছিল যে, অধিকৃত ফিলিস্তিনি ভূ-খণ্ডের রাস্তায় বসানো ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো হ্যাক করা হয়েছে। তারা ইসরেয়েলি কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলেছে, “আমরা বহু বছর ধরে প্রতি মুহূর্তে আপনাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছি। আমরা এক সময় আপনাদের এমন জায়গায় আঘাত করবো যা আপনারা কল্পনাও করতে পারেন না। সূত্র: পার্সটুডে

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর