আর্জেন্টিনায় মাদক সেবন করে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। গতকাল বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটির বুয়েন্স আয়ার্স প্রদেশে এই ঘটনা ঘটে। মূলত দূষিত মাদক সেবনের দায়ে তাদের মৃত্যু হয়।
এছাড়া এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছেন, তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স ও বিবিসির।
জানা গেছে, বিষাক্ত মাদক সেবনের পর গুরুতর অসুস্থ হয়ে আরও ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মূলত বুয়েন্স আয়ার্স প্রদেশের আটটি শহরেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। বলা হচ্ছে, ভয়ঙ্কর মাদক কোকেন সেবনের পর দেশটিতে এখন পর্যন্ত ১৭ জন প্রাণ হারিয়েছেন। ভুক্তভোগীদের সেবন করা ওই কোকেনে দূষিত কোনো কিছু ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বুয়েন্স আয়ার্স প্রদেশের বেশ কয়েকটি শহরজুড়েই প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, মাদক সেবনের পর মারা যাওয়া ব্যক্তিরা মূলত আর্জেন্টিনার হুরলিংগম, সান মার্টিন এবং ট্রেস দে ফেবরেরো শহরের। উল্লেখ্য, বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার সবচেয়ে জনবহুল প্রদেশ।
বিডি-প্রতিদিন/শফিক