ক্রমেই চাপ বাড়ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপরে। এবার তার পদত্যাগের দাবি করলেন আরও এক টোরি এমপি। হাউস অব কমন্সের ডিফেন্স কমিটির চেয়ারম্যান টোবায়াস এলউড আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বরিসের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে চিঠি দিয়েছেন তিনিও।
ব্রিটিশ পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, কোনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেলে তার দলেরই অন্তত ৫৪ জন এমপি-কে চিঠি দিতে হবে। টোবায়াসকে নিয়ে মোট কত জন এমপি বরিসের বিরুদ্ধে চিঠি দিয়েছেন, তা স্পষ্ট নয় অবশ্য। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী যদিও বলেছেন, ‘ওই সংখ্যায় পৌঁছনো অনিবার্য।’
উল্লেখ্য, লকডাউন চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে কোভিড বিধি ভেঙে একাধিক পার্টির আয়োজন ও তাতে খোদ প্রধানমন্ত্রীর যোগদানকে কেন্দ্র করে আপাতত উত্তাল ব্রিটিশ রাজনীতি। সংবাদমাধ্যমে এ নিয়ে হইচই শুরু হতেই বরিস নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে জানিয়েছিলেন, পার্টির বিষয়ে তিনি কিছুই জানতেন না।
অথচ একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, বরিস নিজে ওই সব পার্টিতে উপস্থিত ছিলেন। বিরোধী লেবার পার্টি তো বটেই, বরিসের নিজের দল কনজারভেটিভ পার্টির বহু নেতা-মন্ত্রীও এই মিথ্যাভাষণের জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক