একটি প্রচারণা ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা ঘোড়ায় চেপে জঙ্গলের মধ্য দিয়ে ছুটছেন কিম জং উন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক উপেক্ষা করে কিমের অর্থনৈতিক নেতৃত্বে দেশটির ছুটে চলার কথা বলছে এই ভিডিও।
রেকর্ড সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে নতুন বছরের শুরু করেছে পিয়ংইয়ং। এর মধ্যে ২০১৭ সালের পর সবচেয়ে শক্তিশালী এক ক্ষেপণাস্ত্রও আছে। যে কারণে কিম জং উন দূরপাল্লার অথবা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে প্রকাশিত দেশটির সরকারি এক তথ্যচিত্রে উত্তর কোরিয়ার বিপর্যস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কিমের লড়াই তুলে ধরা হয়েছে।
ওয়াশিংটন-ভিত্তিক স্টিমসন সেন্টারের ৩৮ নর্থ কর্মসূচির অনাবাসিক ফেলো রাচেল মিনইয়ং লি বলেছেন, তথ্যচিত্রে ঘোড়ায় চড়ার এই থিম মানুষের জন্য কিম জং উনের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠাকে তুলে ধরতে বেছে নেওয়া হয়ে থাকতে পারে।
পুরো ভিডিওতে কিমের সাদা ঘোড়ায় চড়ে জঙ্গলে ছুটে চলার দৃশ্য দেখানো হয়েছে। সাদা ঘোড়ায় চড়ে বেড়ানোকে কিম পরিবারের রাজকীয় শাসনের প্রধান প্রতীক হিসেবে দেখা হয়।
লি বলেন, কিন্তু আমি মনে করি না ঘোড়ার দৃশ্যে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পরীক্ষার পরিকল্পনার সঙ্গে এর সম্পর্কও করা উচিত নয়।
ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু-জিন বলেন, এটি কিম জং উনকে মানবিক করে তোলার একটি প্রচেষ্টা। তারা কিম জং উনকে এমন একজন নেতা হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করছেন, যার জনগণের জন্য অনেক ভালোবাসা আছে। যিনি প্রায়ই অতিরিক্ত কাজ করেন এবং ক্লান্ত হয়ে পড়েন।
সূত্র : এএফপি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ