ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়ার। সেখানে মানুষজন যাকে অসহায় ভেবে ভিক্ষা দিয়েছে তার ব্যাংকে লাখ লাখ টাকার তথ্য পাওয়া গেছে, সে আসলে সম্পদশালী। ওই নারীকে খান্ডোয়ার কোতোয়ালি থানার আশেপাশেই দেখা যেত।
দেখা যেদ, পরনে ছেঁড়া পোশাক, মাথায় উস্কোখুস্কো চুল। এভাবে প্রতিদিন সকালে ভিক্ষার উদ্দেশে বের হতেন। সারা দিন ভিক্ষা করে রাতে এসে থানার পাশে থাকা একটা অব্যবহৃত ট্রেকারের নীচে বিছানা পেতে শুয়ে পড়তেন।
জানা যায়, ওই নারীর নাম শীলা জোশী। তিনি একসময় খান্ডোয়ার বিএসএনএল-এর পদস্থ কর্মী ছিলেন। ২০০৫ সালে কর্মজীবনের ইতি টানেন তিনি। তার ব্যাংক অ্যাকাউন্টে আছে প্রায় সাড়ে সাত লক্ষ রুপি। রয়েছে আরও অনেক ধরনের সম্পত্তি।
তবে তার এমন হালের পেছনের কারণ কি? সম্প্রতি ওই নারীর ছেলে অরবিন্দ মায়ের খোঁজ পেয়ে খান্ডোয়ায় ছুটে আসেন। তিনি জানান, তার মা মানসিক ভারসাম্যহীন। পরে বিষয়টি জানাজানি হয়। যা জেনে বিস্মিত হয়েছেন খান্ডোয়াবাসী।
সূত্র : জি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক