ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেগুলো হল- ডোনেটস্ক এবং লুহানস্ক। স্থানীয় সময় সোমবার রাতে অঞ্চল দুটির স্বাধীনতার স্বীকৃতি সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি।
পুতিনের এই পদক্ষেপে পশ্চিমা দেশগুলো ভীষণ ক্ষেপে যায়। সঙ্গে সঙ্গে রাশিয়া ওপর আরোপ করতে শুরু করে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। এখনও পর্যন্ত রাশিয়া ওপর নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর মধ্যে রয়েছে- আমেরিকা, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাজ্য। জাপানও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।
এদিকে, পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলেও রাশিয়ার পদক্ষেপকে সমর্থন করেছে কয়েকটি দেশ। তারাও ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন হিসেবে মেনে নিয়েছে। এগুলো হল- মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া ও মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া, ক্যারিবিয়ান দেশ কিউবা, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা।
এর আগে ২০১৫ সালে জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল হিসেবে স্বাধীনতা অর্জনকারী ‘সাউথ ওশেটিয়া’ ডোনেটস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দিয়েছে।
উল্লেখ্য, সাউথ ওশেটিয়াও ইউক্রেনের এই দুই অঞ্চলের মতো জর্জিয়ার একটি অঞ্চল ছিল। ২০০৮ সালে সেখানে রাশিয়ার সামরিক হস্তক্ষেপে স্বাধীনতা পায় দেশটি। পরে মস্কোর বেশ কয়েকটি মিত্র দেশও এটিকে স্বীকৃতি দেয়।
জর্জিয়ার থেকে বিচ্ছিন্নভাবে স্বাধীনতা অর্জনকারী আবখাজিয়াও রাশিয়ার পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত রাশিয়ার প্রতি সমর্থন দিয়ে আর কোনও দেশ লুহানস্ক ও ডোনেটস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয়নি। সূত্র: আল-জাজিরা, বিবিসি
বিডি প্রতিদিন/কালাম