ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক বিবৃতিতে, এ তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়।
ইউক্রেন হামলা ইসুতে কোবরা কমিটির বৈঠক থেকেই রাশিয়ার বিপক্ষে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, সেই সিদ্ধান্ত নেয়া হবে। জি সেভেনভুক্ত দেশের নেতাদের সাথেও বৈঠক করবেন বরিস জনসন।
বরিস জনসন বলেছেন, ‘ইউক্রেন ইস্যুতে রক্তক্ষয়ী পথই বেছে নিয়েছেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মতোই তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাজ্য ও তার মিত্ররা।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল