ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর নতুন করে দেশটির ওপর বড় ‘নিষেধাজ্ঞা প্যাকেজ’ ঘোষণা করতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ।
ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন জানিয়েছেন, ‘ ইউরোপের নেতারা বড় ধরনের এক ‘প্যাকেজ নিষেধাজ্ঞা’র অনুমোদন দেয়ার অপেক্ষায় আছেন। এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার কৌশলগত অর্থনীতিকে আটকে দেয়া হবে। যাতে প্রযুক্তি ও বাজারে মস্কোর চলাচল সীমিত হয়। সাথে রাশিয়ার অর্থনীতিকেও দুর্বল করে দেয়া হবে। যাতে দেশটির আধুনিকায়নের গতিও থেমে আসে।’
আসন্ন নিষেধাজ্ঞার আওতায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে থাকা রাশিয়ার সম্পদ জব্দ করা হবে। রাশিয়ার ব্যাংকগুলোকে ইউরোপের অর্থনৈতিক মার্কেটে ঢুকতে দেয়া হবে না। ইইউ রাশিয়াকে অর্থনৈতিক সংকটে ফেলে যুদ্ধবাজ মানসিকতা থেকে ফিরিয়ে আনতে চায় বলে দাবি করেছেন উরসুলা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল