সেনা অভিযান চালানোর প্রতিবাদে রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইউক্রেন। এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণা দেন।
একই সংবাদ সম্মেলনে যে কেনো নাগরিক চাইলে অস্ত্র নিতে পারবেন, এমন ঘোষণাও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রুশ হামলার সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে এক টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়ার অভিযান ইউরোপের জন্য মহা বিপর্যয়। এ বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে তার।
বিডি প্রতিদিন/নাজমুল