ইউক্রেনে সামরিক অভিযান ইউরোপের মহাদেশের জন্য বিপর্যয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে এক টুইটে আরও লিখেছেন, ইউক্রেনের রাশিয়ার আক্রমণ নিয়ে আমি জাতির উদ্দেশে ভাষণ দিবো। আমি জি সেভেন নেতাদের সঙ্গে কথা বলবো। যত দ্রুত সম্ভব ন্যাটোর নেতাদের সঙ্গেও আমি জরুরি বৈঠকের আহ্বান করছি।
এর আগে করা একটি টুইটে তিনি লিখেছেন, ইউক্রেনে কোনো উসকানি ছাড়াই হামলা শুরু করে প্রেসিডেন্ট পুতিন রক্তপাত এবং ধ্বংসের পথ বেছে নিয়েছেন। যুক্তরাজ্য ও আমাদের মিত্ররা এর সমুচিত জবাব দেবে।