ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকেই দেশটির আকাশ সীমা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ইউরোপের বিমান চলাচলের ওপরও ব্যাপক প্রভাব পড়ছে।
বিমান চলাচল রুটের একটি ছবিতে দেখো যাচ্ছে, ইউরোপে বিভিন্ন দেশে যাওয়া ফ্লাইটগুলো ইউক্রেনের আকাশ সীমা ব্যবহার করছে না। সকালে রুশ সেনা অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইউক্রেন।
যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ, নিরাপত্তার জন্য তাদের ফ্লাইটগুলোকে ইউক্রেনের আকাশ সীমা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
ইউক্রেন সামরিক বাহিনীর দাবি, রাশিয়া তাদের বিমানবন্দর ও সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ও গোলাবর্ষণ করছে।
বিডি প্রতিদিন/নাজমুল