ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর এবার জরুরি অবস্থা জারি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ভুক্ত বাল্টিক দেশ লিথুনিয়ায়। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট গিতানাস নসিদা এ সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেছেন। লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে লিথুনিয়ার প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশ প্রজাতন্ত্রের বড় আকারের সেনা সংশ্লিষ্টতায় জননিরাপত্তার প্রতি সম্ভাব্য অস্থিরতা এবং প্ররোচনা মোকাবিলা করাই এই জরুরি অবস্থা জারির লক্ষ্য। স্থানীয় সময় বেলা ১টায় এই জরুরি অবস্থা কার্যকর হয়েছে, যা আগামী ১০ মার্চ পর্যন্ত তা বলবৎ থাকবে।
এ দিকে লিথুনিয়ার প্রধানমন্ত্রী ইনগ্রিডা সিমোনেতে জানিয়েছেন, যেকোনো ধরনের অবকাঠামোগত বা সাইবার নিরাপত্তার গুরুতর প্রয়োজনে ত্বরিত পদক্ষেপ নিতে এই আদেশ কর্তৃপক্ষকে সহায়তা করবে। এ ছাড়া রাষ্ট্রীয় রিজার্ভ এবং সীমান্তে প্রতিরক্ষা জোরদার করা এই আদেশের ফলে সহজ হলো।
বিডি-প্রতিদিন/শফিক