ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হোস্টোমেল বিমানবন্দরে যুদ্ধের সময় একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এক ভিডিওর কথা জানিয়েছে বিবিসি। তবে ভিডিওটির উৎস অজানা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্যালেরি জালুঝনি নিশ্চিত করেছেন যে সেনাবাহিনী কিয়েভ অঞ্চলে বিমানবন্দর নিয়ন্ত্রণের জন্য রাশিয়ান বাহিনীর সঙ্গে লড়াই করছে।
হোস্টোমেল হলো ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্গো বিমানবন্দর, সেইসঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি।
এদিকে ইউক্রেনের সীমান্তরক্ষীরা জানিয়েছে, রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চলে পৌঁছেছে। শহরের উত্তরাঞ্চলে একটি বিমানঘাঁটিতে হামলার খবরের মধ্যেই সেখানে এএফপির এক প্রতিবেদক বেশ কয়েকটি নিম্ন-উড়ন্ত হেলিকপ্টার দেখেছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘পূর্ণ মাত্রায় হামলা’ চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ