বাংলাদেশে মূলধারার একাধিক সংবাদমাধ্যমে ইউক্রেনের সাবেক মিস গ্র্যান্ডের ছবিসহ একটি খবর শেয়ার করে দাবি করা হচ্ছে, রাশিয়ার হামলার বিরুদ্ধে দেশকে রক্ষা করতে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ইউক্রেনের সাবেক মিস গ্র্যান্ড আনাস্তাসিয়া লেনা। নিউ ইয়র্ক পোস্ট, দ্য সানসহ বেশ কিছু বিদেশি সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে খবরটি আসলে ভুয়া।
আনাস্তাসিয়া লেনা ইউক্রেন সংঘাতের মধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সামরিক পোশাক পরিহিত অবস্থায় বন্ধুক হাতে একাধিক ছবি পোস্ট করে ছিলেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, 'যারা আক্রমণের উদ্দেশে ইউক্রেনর সীমান্ত পাড়ি দিবে তাদের হত্যা করা হবে।' অস্ত্র হাতে বেশ কিছু ছবি পোস্ট করে তিনি ইউক্রেনে পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছিলেন। এরপর রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তার অংশহগ্রহণের খবর ছড়িয়ে পড়লে ২৮ ফেব্রুয়ারি ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে প্রাক্তন এই মিস ইউক্রেন নিজেই দাবিটি খণ্ডন করে জানান, তিনি সামরিক বাহিনির সদস্য নন।
মিস গ্র্যান্ড আনাস্তাসিয়া লেনা জানান, 'ভাইরাল ছবিটি মূলত 'এয়ারসফট' নামের এক গেম খেলার সময় তোলা হয়েছিল, খেলাটি তিনি প্রায়ই খেলে থাকেন।'
রাশিয়ানদের হাত থেকে ইউক্রেনকে মুক্ত করার জন্য প্রার্থনা করেছেন জানিয়ে আনাস্তাসিয়া তার প্রোফাইলের অস্ত্র হাতের সব ছবি মানুষকে অনুপ্রাণিত করার জন্য পোস্ট করা হয়েছে বলেও দাবি করেন।
প্রসঙ্গত, এরইমধ্যে ফ্যাক্ট চেকিং সংস্থা বুম বাংলাদেশ, স্নোপস ও পলিটিফ্যাক্ট খবরটি যাচাই করে বিভ্রান্তিকর হিসেবে সাব্যস্ত করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা