ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত ছয় দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
রুশ এই সামরিক অভিযানে ইউক্রেনের ১০টি স্থানে সম্ভাব্য যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এসব হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে বলে মনে করছে সংস্থাটি।
এসব হামলা হল-
১. স্ট্যানিটসিয়ায় কিন্ডার গার্টেনে বিস্ফোরক অস্ত্র হামলা (১৭ ফেব্রুয়ারি)।
২. ভুহলেদারে হাসপাতালে ব্যালিস্টিক মিসাইল হামলা (২৪ ফেব্রুয়ারি)
৩. খারকিভে আবাসিক ভবনে হামলা, যেখানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় (২৪ ফেব্রুয়ারি)
৪. উমানে রেস্টুরেন্টে হামলা (২৪ ফেব্রুয়ারি)
৫. মারিউপলে অ্যাপার্টমেন্টে হামলা (২৪ ফেব্রুয়ারি)
৬. ওখতিরকায় নার্সারি ও কিন্ডার গার্টেনে ক্লাস্টার অস্ত্রের হামলা (২৫ ফেব্রুয়ারি)
৭. সারতানায় বেসামরিক নাগরিকের বাড়িতে এমএলআরএস রকেট হামলা (২৬ ফেব্রুয়ারি)
৮. খারকিভে উপ-শহর এলাকায় একাধিক এমএলআরএস রকেট হামলা (২৮ ফেব্রুয়ারি)
৯. কিয়েভে বেসামরিক গাড়িতে হামলা (২৮ ফেব্রুয়ারি)
১০. কিয়েভে আরও কয়েকটি হামলা (২৮ ফেব্রুয়ারি)
সূত্র: স্কাই নিউজ, অ্যামনেস্টি টুইটার
বিডি প্রতিদিন/কালাম