ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সিং সফটওয়্যার ‘জুম’ এ কথা বলবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ ইউএস সিনেট।
ইউরোপের দেশটিতে গত ২৪ ফেব্রুয়ারি রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে সব সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন জেলেনস্কি।
তবে দীর্ঘদিনের নয়দিনের হামলার পর এই প্রথমবারের মতো পুরো মার্কিন সিনেট তার সঙ্গে কথা বলতে যাচ্ছে।
গত সপ্তাহে ইউক্রেনের মার্কিন রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা সিনেটে সদস্যদের সাথে দেখা করেন। সে সময় তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে তার দেশে জরুরিভাবে আরও সরবরাহের প্রয়োজন।”
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ শনিবার অভিযানের দশম দিন। বিগত নয় দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
হামলা শুরুর প্রথম দিন রুশ প্রেসিডেন্ট পুতিন দাবি করেন, পূর্ব ইউক্রেন তথা লুহানস্ক ও ডোনেটস্কের নাগরিকের সুরক্ষার জন্যই এই সামরিক অভিযান।
পরে ইউক্রেনের সঙ্গে আলোচনায় নিরাপত্তা স্বার্থসংশ্লিষ্ট তিনটি শর্ত দেয় রাশিয়া। এগুলো হল- ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদের প্রভাবমুক্ত করা এবং দেশটির নিরপেক্ষ অবস্থান (পশ্চিমাপ্রীতি কাটানো) নিশ্চিত করা।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, শুধু ক্ষেপণাস্ত্র বর্ষণ বা বিমানের শব্দ নয়, এই গর্জন আসলে সভ্যতা ধ্বংসের চেষ্টা, যার জন্য দায়ী থাকবে রাশিয়া। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম