ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, কিয়েভ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভিনিতসিয়া শহরের আঞ্চলিক বিমানবন্দরটি রাশিয়ান রকেটের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
আজ রবিবার বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, কিয়েভ থেকে বিশ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছে মানুষ।
এদিকে, রুশ অভিযানের মুখে গত ১০ দিনে ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে ১৫ লাখেরও বেশি শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এমনটাই জানিয়েছেন। সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শফিক