ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী এখন দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসাতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে।
রবিবার টেলিভিশন ভাষণে এ কথা জানান ইউক্রেন প্রেসিডেন্ট।
যে কোনো সময় রুশ বাহিনী হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, রাশিয়ানরা সবসময় ওডেসায় এসেছে। তারা সবসময় ওডেসাতে শুধুমাত্র উষ্ণতা অনুভব করেছে। শুধু আন্তরিকতা। এবং এখন কি? ওডেসার বিরুদ্ধে বোমা? ওডেসার বিরুদ্ধে কামান? ওডেসার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র?
এটা যুদ্ধাপরাধ হবে। এটা ঐতিহাসিক অপরাধ হবে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
কৃষ্ণসাগরের তীরের এই ঐতিহাসিক শহরে প্রায় দশ লাখ মানুষ থাকে। ওডেসা বন্দর মলদোভা সীমান্তের বেশ কাছে।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন