ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী ‘চাউহিউভ’ রুশ বাহিনীর হাত থেকে পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। তবে তাদের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি।
ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, রুশ সৈন্যদের হটিয়ে এই শহরটি পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে তাদের বাহিনী।
একটি ফেসবুক বার্তায় ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার সৈন্যদের হটিয়ে তাদের বাহিনী পুনরায় শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। যুদ্ধে রাশিয়ার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তারা দাবি করেছে।
সেই সময় লড়াইয়ে রাশিয়ার দু’জন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
চাউহিউভ শহরে ৩১ হাজার মানুষের বসবাস। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের ২৩ মাইল দূরত্বে অবস্থিত চাউহিউভ কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ শহর। গত এক সপ্তাহ ধরেই শহরটির ওপর ভারী গোলাবর্ষণ করছিল রাশিয়ার বাহিনী।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশে অভিযান শুরু করে রুশ বাহিনী। আজ সোমবার অভিযানের দ্বাদশতম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
রাশিয়ার দাবি, ইউক্রেনের এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়। বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম